রাজবাড়ীতে শিক্ষকদের স্মারকলিপি

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০১৭, ১৫:১৩

প্রধান শিক্ষক, সহকারী প্রধান ও সহকারী শিক্ষকদের তিন হাজার শূন্য পদে জরুরিভিত্তিতে নিয়োগ ও মাধ্যমিক পর্যায়ের সকল সরকারি স্কুলের সহকারী শিক্ষকদের প্রথম শ্রেণির গেজেটেড পদমর্যদা প্রদানসহ সাত দফা বাস্তবায়নের দাবিতে বুধবার দুপুরে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির রাজবাড়ীর শাখা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে।

এই উপলক্ষে জেলার ৪টি সরকারি মাধ্যমিক স্কুলের অর্ধশত শিক্ষক রাজবাড়ী জেলা প্রশাসকের অফিসের সামনে মানববন্ধন কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসক মো. শওকত আলীর কাছে এ স্বারকলিপি দেন।

মানববন্ধনে শিক্ষকদের দাবি নিয়ে বক্তব্য রাখেন- সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজবাড়ী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলা রানী সরকার, জেলা শাখার সভাপতি মো. আব্দুল হামিদ, সম্পাদক প্রদ্যুত কুমার দাস, বালক উচ্চ বিদ্রালয়ের সহকারী শিক্ষক মোশারফ হোসেন ও আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক ও গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক মো. জহুরুল ইসলাম।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :