মেডিকেল ভর্তি পরীক্ষায় গুজব ছড়ালে গ্রেপ্তার: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৭, ১৭:০৮ | প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০১৭, ১৭:০৫
ফাইল ছবি

২০১৭-১৮ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা নিয়ে কেউ গুজব সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে কেউ যদি গুজব সৃষ্টি করে তাহলে তাকে গ্রেপ্তার করা হবে।

বুধবার এমবিবিএস ভর্তি পরীক্ষা সংক্রান্ত কমিটির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। বৈঠকে স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি, ডিএমপি কমিশনার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা। আর বিডিএস ভর্তি পরীক্ষা হবে ৩০ নভেম্বর।

পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, পরীক্ষায় ভালো করা জন্য পড়াশোনার কোনো বিকল্প নেই। না পড়ে গুজবে কান দিলে কোনো লাভ হবে না। প্রশ্নপত্র বিতরণ থেকে শুরু করে শেষ পর্যণ্ত ২৪ ঘণ্টা পুরো প্রক্রিয়া মনিটরিং করবে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি।

অত্যন্ত কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এটি ডিজিটালি কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হচ্ছে। কেউ যদি প্রশ্নপত্রে হাত দেয় তাহলে অটোমেটিক্যাললি সিগন্যাল আসবে। কোনোভাবেই এখানে অনিয়ম-দুর্নীতির সুযোগ নেই।’

এ বছর মেডিকেলে ভর্তির জন্য ৮২ হাজার ৮৫৬ জন আবেদন করেছে। সারা দেশে ২০টি কেন্দ্রে ৩৪টি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পাঁচটি কেন্দ্র ঢাকায়। আর বাকিগুলো ঢাকার বাইরে। এ বছর সরকারি মেডিকেল কলেজে আসনসংখ্যা ৩ হাজার ৩১৮, আর বেসরকারি মেডিকেলে ৬ হাজার ২৫।

রোহিঙ্গাদের মধ্যে কলেরা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দু-একজন রোহিঙ্গা রোগী কলেরায় আক্রান্ত হচ্ছেন। তবে এটি মহামারি আকার ধারণ করেনি বলে জানান মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, ‘কলেরা মহামারি আকার ধারণ করার কোনো সুযোগ নেই। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পুরো বিষয়টি দেখভাল করা হচ্ছে। আমাদের পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা সেখানে চালু করা হয়েছে।’

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/এমএম/মোআ)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

বিশ্ব ম্যালেরিয়া দিবস: জানুন মশাবাহিত এ রোগ প্রতিরোধের উপায়

গরমে স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি

ঔষধি গাছ থেকে তিন শতাধিক ওষুধ তৈরি হচ্ছে ইরানে

কণ্ঠের সব চিকিৎসা দেশেই রয়েছে, বিদেশে যাওয়ার প্রয়োজন নেই: বিএসএমএমইউ উপাচার্য 

এপ্রিল থেকেই ইনফ্লুয়েঞ্জা মৌসুম শুরু, মার্চের মধ্যে টিকা নেওয়ার সুপারিশ গবেষকদের

স্বাস্থ্য খাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী

ভাতা বাড়লো ইন্টার্ন চিকিৎসকদের

বিএসএমএমইউ বহির্বিভাগ ৪ দিন বন্ধ, খোলা থাকবে ইনডোর ও জরুরি বিভাগ

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের কাজ করতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

বিএসএমএমইউতে বিশ্বের সর্বোৎকৃষ্ট মানের চিকিৎসা নিশ্চিত করা হবে: ভিসি দীন মোহাম্মদ

এই বিভাগের সব খবর

শিরোনাম :