বাগেরহাটে ব্যতিক্রমী মাতৃপূজা

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৩৪

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাগেরহাটের শরণখোলায় প্রায় দুই শতাধিক মাকে বিন¤্র শ্রদ্ধা জানিয়ে মায়ের পূজা করলেন তাদের সন্তানরা।

বুধবার মহাসপ্তমীর দিনে শরণখোলা উপজেলার আমড়াগাছিয়া সার্বজনীন দুর্গা মন্ডপে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।

দুর্গাপূজার মহাসপ্তমীর দিনে শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় দুই শতাধিক ছেলে-মেয়ে তাদের মায়েদের নিয়ে পূজা ম-পে জড়ো হন।

তারা প্রথমে তাদের মায়েদের সামনে বসিয়ে পা জল দিয়ে ধুয়ে দেন। পরে তারা ফুল, তুলসি ও দুর্বা দিয়ে পূজা করেন। মাতৃজ্ঞান জানিয়ে তারা তাদের মায়ের পূজা করেন। এসময় সব মা তাদের সন্তানদের আশীর্বাদ করেন।

মাতৃপূজায় অংশ নেওয়া মোরেলগঞ্জ পৌরসভার বাসিন্দা সোমনাথ বসু ঢাকাটইমসকে বলেন, আমরা যারা সন্তান রয়েছি, আমরা আমাদের মাতৃপূজা করেছি।

এর মাধম্যে আমরা যারা বিশ^াস করি একজন মায়ের যদি অবাধ্য সন্তান না হই তাহলে সে সুসন্তান হবে। দেশের ও সমাজের মঙ্গলের জন্য কাজ করবে। প্রতিটি মায়ের প্রতি আমরা যে সম্মান দেখালাম তা যেন দেশের সব সন্তানরা পালন করে তার আহ্বান জানান এই সন্তান।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/প্রতিনিধি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :