মৃত্যুবার্ষিকীতে কুড়িগ্রামে নানা আয়োজনে সৈয়দ হককে স্মরণ

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৩৯

নানা আয়োজনে কুড়িগ্রামে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বরে কবির কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কুড়িগ্রাম সরকারি কলেজ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, কুড়িগ্রাম প্রেস ক্লাব, জেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

পুষ্পার্ঘ্য অর্পণ শেষে কবির সমাধীস্থল থেকে একটি শোকর‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কুড়িগ্রাম সরকারি কলেজ অডিটোরিয়ামে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. ফেরদৌস খান, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ সাবিহা খাতুন, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন, কবির ভাই অ্যাডভোকেট সৈয়দ আজিজুল হক প্রমুখ। বাদ জোহর পৌরবাজার জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, দেশ বরেণ্য এ লেখক ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর ৮২ বছর বয়সে ঢাকার স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ইচ্ছানুযায়ী জন্ম শহর কুড়িগ্রামের সরকারি কলেজ মাঠে ২৮ সেপ্টেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রাম শহরের থানা পাড়ায় জন্মগ্রহণ করেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। হোমিও চিকিৎসক সৈয়দ সিদ্দিক হোসেন ও মাতা নুর জাহানের পাঁচ সন্তানের মধ্যে তিনি ছিলেন সবার বড়।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :