মির্জাপুরে শত কেজি পিরানহা মাছ জব্দ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৪৬

টাঙ্গাইলের মির্জাপুরে নিষিদ্ধ ঘোষিত ১শ দশ কেজি পিরানহা মাছ বাজারে বিক্রির সময় তা জব্দ করা হয়েছে। বুধবার দুপুরে আজগানা ইউনিয়নের হাটুভাঙা বাজার থেকে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আহসান হাসিব খান এসব মাছ জব্দ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আকতারুজ্জামান খান।

পরে জব্দ পিরানহা মাছ হাটুভাঙা বাজার এতিমখানা মাদ্রাসা শিশুদের মধ্যে বিলি করা হয়।

এ ব্যাপারে মির্জাপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আহসান হাসিব খান বলেন, দেশীয় মাছ ও পরিবেশের জন্য ক্ষতিকর রাক্ষুসে স্বভাবের পিরানহা মাছ পালন ও বাজারজাতকরণ আইনত দণ্ডনীয় অপরাধ। নিষিদ্ধঘোষিত মৎস্য আইনে পিরানহা মাছ জব্দ করে এতিম শিশুদের মধ্যে বিতরণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :