মাধবপুরে বজ্রপাত প্রতিরোধে তালবীজ বপন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০১৭, ২০:৪৪

বজ্রপাত প্রতিরোধে মাধবপুরে তালবীজ বপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার আন্দিউড়া-বানেশ্বর সড়কের পাশে তালবীজ বপন করে এ কার্যক্রমের উদ্বোধন করেন অ্যাডভোকেট মাহবুব আলী এমপি।

মাধবপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তালবীজ বপন উদ্বোধন উপলক্ষে মাধবপুর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিকুল হকের সভাপতিত্বে এক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ মাহবুব আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হবিগঞ্জ মো. ফজলুর রহমান, অতিরিক্ত সহকারী উপ-পরিচালক ইলিয়াছ মজুমদার, কাজী মজিবুর রহমান প্রমুখ।

কৃষি কর্মকর্তা জানান, এই সড়কে দুই হাজার তালবীজ বপন করা হবে।

এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ মাধবপুরের বিভিন্ন এলাকায় ১০ হাজার তালবীজ বপন করবে বলে জানান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাদু মিয়া।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :