‘সংবাদ উপস্থাপনায় মুন্সিয়ানা দরকার’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০১৭, ২১:৪২

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সংবাদ উপস্থাপনায় মুন্সিয়ানার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করে বলেছেন, দর্শক-শ্রোতার কাছে ঘটনার বিশ্বাসযোগ্যতা ও গভীরতা তুলে ধরতে সংবাদ উপস্থাপনে মুন্সিয়ানা দরকার। কারণ সংবাদ জনগণের সামনে তুলে ধরার দায়িত্ব পালন করে উপস্থাপকেরা শুধু খবর পাঠই করেন না, তারা দর্শক-শ্রোতার সাথে গণমাধ্যমের সরাসরি সংযোগ ঘটান। সে কারণে, যোগ্য ব্যক্তিত্বের যোগ্য সম্মানও উপস্থাপকের কন্ঠে ধ্বনিত হতে হবে।

তথ্যমন্ত্রী বলেন, রাজাকার-খলনায়কেরা নয়, সংবাদ উপস্থাপনে যেন মুক্তিযোদ্ধারাই মহিমান্বিত হন সে ব্যাপারেও সচেতন থাকতে হবে।

বুধবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে নিউজ প্রেজেন্টার্স সোসাইটি অব বাংলাদেশ (এনপিএসবি) এর নবনির্বাচিত পরিষদের অভিষেক ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, উপস্থাপকেরা ইলেক্ট্রনিক গণমাধ্যমে খবরের একটি বড় আকর্ষণ। সংবাদের ব্যঞ্জনা, গুরুত্ব ও তাৎপর্য তাদের অভিব্যক্তিতেই বাঙময় হয়ে ওঠে। একারণে খবরের ভেতরের খবর জানা না থাকলে পূর্ণ সংবেদনশীলতার সাথে সংবাদ উপস্থাপন সম্ভব নয়।

এনপিএসবি’র সভাপতি দেওয়ান সাঈদুল হাসানের সভাপতিত্বে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-অর রশীদ, বাংলাদেশ বেতারের মহাপরিচালক মো. নাসির উদ্দিন আহমেদ, এনপিএসবির সাধারণ সম্পাদক রেহানা পারভীন, অভিষেক কমিটির আহ্বায়ক খালেদ মাসুদ খান প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন।

অনুষ্ঠানে সংবাদ উপস্থাপক এহসান আহমেদ, জায়েদ ইকবাল, শেখ তোফাজ্জল হোসেন, ফারাহ কবীর, মুনমুন রহমান এবং সাজাহান খন্দকারকে (মরণোত্তর) বিশেষ সম্মাননা দেয়া হয়।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

গণমাধ্যম এর সর্বশেষ

আরআরএফের সভাপতি মিজান, সম্পাদক নিশাত ও দপ্তর সম্পাদক মেহেদী

সাংবাদিক নেতা রমিজ খানের ইন্তেকাল, বিএফইউজের শোক

ঈদের ছুটি না পাওয়া গণমাধ্যমকর্মীদের যথাযথ সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজের

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

নড়াইল জেলা সাংবাদিক ইউনিটি-ঢাকার নতুন কমিটি গঠন

সাংবাদিক মিনার মাহমুদের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক সাব্বিরের ওপর নৃশংস হামলায় ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের নিন্দা

বাংলানিউজকর্মী মিথুনের ক্যানসার চিকিৎসায় এগিয়ে এলো বসুন্ধরা ফাউন্ডেশন

আজ ভোরের পাতা সম্পাদকের পিতার চতুর্থ মৃত্যুবার্ষিকী

সাংবাদিক মোহসিন কবিরকে মারধরের ঘটনায় ডিআরইউর প্রতিবাদ

এই বিভাগের সব খবর

শিরোনাম :