অবহেলায়-অযত্নে কবি শেখ ফজলুল করিমের ভিটাবাড়ি

আঞ্চলিক প্রতিনিধি, লালমনিরহাট
 | প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০১৭, ১৩:২০

‘কোথায় স্বর্গ/কোথায় নরক কে বলে তা বহুদূর/মানুষের মাঝে স্বর্গ-নরক /মানুষেতে সুরাসুর’। কবি শেখ ফজলুল করিমের এ মর্মস্পৃশী কবিতাটি ছোট বেলায় পড়েননি, এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর।

বৃহস্পতিবার (২৮সেপ্টেম্বর) কবি শেখ ফজলুল করিমের ৮১তম মৃত্যুবার্ষিকীতে উপজেলার প্রশাসন থেকে নেই কোন আয়োজন। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনায় কবি শেখ ফজলল করিমের স্মৃতিজড়িত গ্রামের বাড়িটি বর্তমানে অতীত ঐতিহ্য প্রশাসনের অবহেলায় আজ হারাতে বসেছে।

সরেজমিনে দেখা গেছে, ২০০৫ সালে কবি শেখ ফজলুল করিমের স্মৃতি রক্ষার্থে কাকিনা বাজারে একটি দুই তলা ভবনে নির্মিত পাঠাগারটি এখন পরিত্যাক্ত, আবর্জনায় ভরপুর। সেখানে নেই কোন কেয়ারটেকার, নেই পাঠক, রয়েছে বইয়ের সংকট।

পাঠাগারটির মূল গেটের সামনের প্রায় ৯০ শতাংশ জায়গা দখল করে বসানো হয়েছে দোকান। বাকি অংশে রয়েছে ট্রাক শ্রমিক ইউনিয়নের সাইনবোর্ড। এছাড়াও ভিত্তি প্রস্তরের সামনের জায়গা দখল করে বসে আছে একটি কামারের দোকান।

তথ্য সংগ্রহের সময় একজন পথচারী বলে ওঠেন, ‘এ পাঠাগারটি যেন কবিকে সম্মানের নামে অপমান।’

পাঠাগারটিতে একজন লাইব্রেরিয়ান (কেয়ারটেকার)সহ পর্যাপ্ত বইয়ের ব্যবস্থা করা এবং কবির জীবনী বা তার বিভিন্ন বই সংরক্ষণ করে জেলা শহরে কবির নামে একটি পাঠাগার স্থাপন করার দাবি জানান বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকার সচেতন নাগরিক সমাজ।

কবি শেখ ফজলল করিম স্মৃতি পাঠাগার সম্পর্কে কাকিনা ইউপি চেয়ারম্যান শহিদুল হক শহিদ বলেন, দেখভালের জন্য কাউকে স্থায়ী নিয়োগ না দেয়ায় পাঠাগারটি অযত্ন রয়েছে।

প্রসঙ্গত, ১৮৮২ সালের ১৪ এপ্রিল সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন কবি শেখ ফজলল করিম। মাত্র ১৩ বছর বয়সে পার্শ্ববর্তী বিনবিনা গ্রামের গনি মোহাম্মদ সর্দারের মেয়ে বসিরন নেছা খাতুনের সাথে বিয়ে হয় কবির। ১৮৯৯ সালে মধ্যে ইংরেজি পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন তিনি। তিনি মোট ৫৫টি কাব্যগ্রন্থ লিখেছিলেন। সংরক্ষনের অভাবে যার অনেকগুলোর এখন আর হদিস মিলছে না। বাংলা ১৩২৩ সনে ভারতের নদীয়া সাহিত্য পরিষদ তাকে সাহিত্য বিশারদ উপাধিতে ভূষিত করে।

১৯৩৬ সালের ২৮ সেপ্টেম্বর কবি শেষনিঃশ্বাস ত্যাগের পর অরক্ষিত হয়ে পড়ে কবি শেখ ফজলল করিমের গ্রামের বাড়ি।

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :