ভৈরবে অঞ্জলি-আরতিতে অষ্টমী উদযাপিত

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৪৩

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বৃহস্পতিবার মহাঅষ্টমী। ভৈরবে সকালে চন্ডিপাঠ, অঞ্জলি, ভোগ, পুষ্পাঞ্জলি, যজ্ঞ ও আরতির মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী উদযাপিত হয়েছে। দুর্গতিনাশিনী দেবী দুর্গা মহাঅষ্টমী তিথিতে নবরূপে ধরায় অধিষ্ঠিত হন। স্বর্গ থেকে পৃথিবীতে অধিষ্ঠিত দেবীকে নানা উপাচারে আরাধনা করে সব অনাচার আর সংকট মোচন এবং বিশ্ববাসীর শান্তি প্রার্থনা করেন ভক্তরা। পূজারীদের পদচারণায় প্রতিটি পূঁজামণ্ডপ ছিল আজও মুখরিত ছিল।

ভক্তদের আগমন আর ঢাকঢোল, খোল-কাঁসাসহ বিভিন্ন ধরনের বাদ্য-বাজনা ও শঙ্খধ্বনিতে মুখরিত ভৈরবের বিভিন্ন পূজামন্ডপ।

এদিকে পূঁজা উদযাপন কমিটি জানায়, এ বছর ভৈরবে ২১ মণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করায় তারা নির্বিঘ্নে পূজার অনুষ্ঠানাদী সম্পন্ন করতে পারছেন।

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :