১-২২ অক্টোবর ইলিশ আহরণ নিষিদ্ধ

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০১৭, ১৮:২১

ইলিশ মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আগামী ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করেছে সরকার। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ভোলা প্রেসক্লাবে মৎস্য বিভাগ ও ইকোফিস প্রকল্পের যৌথ আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

এ সময় বক্তারা বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মাছ সংরক্ষনের জন্য ১ থেকে ২২ অক্টোবর ভোলার জেলার মদনপুর বা চরইলিশা থেকে চরপিয়াল পর্যন্ত শাহাবাজপুর শাখা নদীর ৯০ কিলোমিটার, ভোলা জেলার ভেদুরিয়া থেকে পটুয়াখালী জেলার চররুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর প্রায় ১০০ কিলোমিটার ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে। এ সময় অঞ্চলগুলোতে ইলিশ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়।

তাই ভোলার সকল জেলে, মৎস্যব্যবসায়ী ও সাধারণ মানুষকে ইলিশ আহরণ ও ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকার আহবান জানান বক্তারা।

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :