ডাহুক ও কোরা পাখিসহ শিকারি আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০১৭, ১৯:২৬

সিরাজগঞ্জের শাহজাদপুর ভ্রাম্যমাণ অভিযানে মহির নামে এক পাখি শিকারিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে দুইটি ডাহুক ও একটি কোড়া পাখি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সকাল ১১টায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার উপজেলার পুঠিয়া গ্রামে মহিরের বাড়ি থেকে এসব উদ্ধার করেন। এসময় মহিরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দি বার্ড সেফটি হাউজ পাখির অভ্যয়শ্রমের উদ্যোক্তা মামুন বিশ্বাস জানান, দীর্ঘদিন ধরে মহির পাখি শিকার করে বিক্রি করছিলেন। আমরা এক মাস ধরে বিষয়টি পর্যবেক্ষণ করি। তারপর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও অফিসিয়াল স্টাফ ও আমি অভিযানে যাই। কৌশলে খাঁচায় আবদ্ধ অবস্থায় পাখিসহ মহিরকে আটক করা হয়।

এই বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার জানান, মামুন বিশ্বাস পাখি ও পরিবেশ নিয়ে কাজ করে যাচ্ছেন। মামুনের তথ্য ও সহযোগিতায় ভ্রাম্যমাণ অভিযান করি। এ ব্যাপারে বন্যপ্রাণি সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ এর ৪০ ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালতে মহিরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :