‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ’

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০১৭, ২০:২৫

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান নির্বিশেষে সবার উৎসবই সবার।

বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ও কৃষ্ণনগর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে মন্ত্রী এ কথা বলেন।

এলজিআরডিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে বলেই সবাই নির্ভয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারছেন। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটেছে। এবার কোথাও কোনো মণ্ডপে হামলা বা পূজায় বাধার ঘটনা ঘটেনি।

এর আগে দুপুরে সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন সমবায়মন্ত্রী।

বিভিন্ন মণ্ডপ পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, আওয়ামী লীগ জেলা সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, আওয়ামী লীগ নেতা আ. রাজ্জাক মোল্লা, শামসুল আলম চৌধুরী, খন্দকার নামমুল ইসলাম লেধী, চৌধুরী বরকত ইবনে সালাম, এএইচএম ফয়াদ প্রমুখ।

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :