শেরপুরে প্রতারকদের বিচার দাবিতে মানববন্ধন

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০১৭, ২০:৩৯

প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার বিচার দাবিতে মানববন্ধন করেছে শেরপুরের নকলায় প্রতারিত তিন শতাধিক বেকার যুবক যুবতী।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ মানবন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনকারীদের অভিযোগ, পল্লী ভিশন বাংলাদেশ লিমিটেড নামে একটি বেসরকারি সংস্থা এলাকাভিত্তিক শিশু স্কুল গঠন করে। পরে চাকরি দেওয়ার নামে উপজেলার গড়েরগাঁও এলাকার সেকান্দর আলী ফরাজি উরফে সেকান্দর মাস্টার সুপারভাইজার ও বিভিন্ন স্কুলের শিক্ষকদের নিকট থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়।

এর আগে ওই প্রতারকের বিরুদ্ধে বিচার দাবি করে শেরপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ও উপজেলা শিক্ষা অফিসার ও নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :