‘রোহিঙ্গা ইস্যুতে সরকার আন্তর্জাতিক সমর্থন আদায়ে ব্যর্থ’

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০১৭, ২১:৪৬
ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. মঈন খান বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে সরকার আন্তর্জাতিক সমর্থন আদায়ে ব্যর্থ হয়েছে। আমাদের দাবি, নতুন করে কূটনৈতিক কার্যক্রম চালিয়ে বার্মিজ সরকারে উপর চাপ সৃষ্টি করে প্রত্যেক রোহিঙ্গাকে তাদের বাড়িঘরে ফেরত পাঠাতে হবে।

বৃহস্পতিবার বিকালে টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার পূজামণ্ডপ পরিদর্শনের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, শুধু বিএনপি নয়, দেশবাসীরও দাবি- যারা বিপদে পড়ে, জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, তাদের আশ্রয় দিতে হবে। তাদের খাওয়ার ব্যবস্থা করতে হবে। এটা একটি ইমার্জেন্সি প্রিয়ড এবং জাতিসংঘের সহযোগিতায় আমাদের সেটা করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম নয়া, মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, সম্পাদক জুলহাস মিয়া, জেলা বিএনপির সাবেক নেতা ফিরোজ হায়দার খান, ইঞ্জিনিয়ার মৃধা নজরুল ইসলাম খান প্রমুখ।

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :