মির্জাপুরে একদিনে দুই বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৭, ১০:৪৫ | প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০১৭, ১০:৪৩

টাঙ্গাইলের মির্জাপুরে একদিনে দুইটি বাল্যবিয়ে বন্ধ করলেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন।

বৃহস্পতিবার দুপুরে ও বিকালে উপজেলার গোড়াই ইউনিয়নের উত্তর নাজিরপাড়া ও পথহারা গ্রামে গিয়ে ইসরাত সাদমীন বাল্যবিয়ে বন্ধ করেন।

জানা গেছে, দুপুরের দিকে গোড়াই ইউনিয়নের উত্তর নাজিরপাড়া গ্রামের লেবু মিয়ার দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ে মুক্তার বিয়ের আয়োজনের খবর পান ইউএনও ইসরাত সাদমীন। খবর পেয়ে তিনি বিয়ে বাড়িতে গিয়ে হাজির হন। এ সময় তিনি মুক্তার মা, বাবা ও দাদাকে ডেকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করেন। পরে তারা মেয়ের বাল্যবিয়ে বন্ধ করে মেয়েকে পড়ালেখা করাতে সম্মতি হন।

অপরদিকে বিকালে একই ইউনিয়নের পথহারা গ্রামের খলিল মিয়ার সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়ে সুলতানার বিয়ের আয়োজনের খবর পেয়ে সেখানে গিয়ে অভিভাবকদের ডেকে তাদের সঙ্গে কথা বলেন ইউএনও। পরে তারাও মেয়েকে বাল্যবিয়ে না দেয়ার কথা জানান ইসরাত সাদমীনকে।

এ ব্যাপারে ইউএনও ইসরাত সাদমীন বলেন, বাল্যবিয়ে আমাদের দেশের জন্য একটি অভিপাশ। সচেতনতার মাধ্যমে বাল্যবিয়ের অভিশাপ থেকে জাতিকে মুক্ত করতে হবে। আর সে চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :