ফরিদপুর পৌরসভাকে সিটি করপোরেশন ঘোষণা শিগগিরই

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৭, ১২:০৮ | প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০১৭, ১২:০৭

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, খুব অল্প সময়ের মধ্যেই ফরিদপুর পৌরসভাকে সরকার সিটি করপোরেশন ঘোষণা করবে। এ বিষয়ে ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় ফরিদপুরের ধোপাডাঙ্গা মন্দিরে পূজা পরিদর্শনে এসে এ কথা জানান এলজিআরডি মন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রতির দেশ। এই দেশে সব শ্রেণির-পেশার মানুষের সমান অধিকার রয়েছে। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বিধায় সবাই যার যার উৎসব শাস্তিপূর্ণভাবে পালন করতে পারছে।’

মোশাররফ হোসেন বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার-এ অধিকার বর্তমান সরকার নিশ্চিত করেছে। দেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রয়েছে। এ কারণে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধসহ সব ধর্মের মানুষই নিজ নিজ ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারছেন।’

তিনি বলেন ‘কোনো ধর্মই মারামারি, হানাহানি সমর্থন করে না। সব ধর্মেই বলা আছে মানবতার কথা, শান্তির কথা, সৌহার্দ্যের কথা। ধর্মে হানাহানির কোনো স্থান নেই। তাই বর্তমান সরকার সব ধর্মের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে চায়।’

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন মুশা প্রমুখ।

মন্ত্রী আলোচনা পর্ব শেষে মন্দিরে প্রতিমা পরিদর্শন করেন।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :