দশমিনার প্রবীণ শিক্ষক সিরাজুল ইসলামের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০১৭, ১৭:১৭

পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মাওলানা সিরাজুল ইসলাম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার বেলা দেড়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

সিরাজুল ইসলাম বহরমপুর ইউনিয়ন স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মো. হেমায়েত উদ্দিনের বাবা। সূচনালগ্ন থেকেই তিনি সংগঠনটির একজন পৃষ্ঠপোষক ও উপদেষ্টা ছিলেন। তার মৃত্যুতে বহরমপুর ইউনিয়ন স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গভীর শোক প্রকাশ করেছে।

মৃত্যুকালে সিরাজুল ইসলাম সাত ছেলে, চার মেয়ে, স্ত্রী, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সংগঠনটির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী ও জাগো নিউজের সাংবাদিক জাহিদুল ইসলাম।

সিরাজুল ইসলামের ছেলে হেমায়েত উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী। তিনি তার মরহুম বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। হেমায়েত জানান, তার বাবা কয়েকমাস ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এমএম/এমআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :