মৌলভীবাজারে লেখালেখি বিষয়ক কর্মশালা

মৌলভীবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০১৭, ১৮:২৮

মৌলভীবাজারে মকতব সাহিত্য সংসদের (মসাস) উদ্যোগে মাদরাসা পড়ুয়া ৪০জন শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী লেখালেখি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দিনব্যাপী শহরের ইসলামী একাডেমি মিলনায়তনে এ কর্মশালা।

মসাসের পরিচালক মাওলানা যুবায়ের ইবরাহিমের সঞ্চালনায় কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি ঢাকাটাইমসের জ্যেষ্ঠ যুগ্ম বার্তা সস্পাদক জহির উদ্দিন বাবর, বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কবি মাওলানা মুনিরুল ইসলাম, দারুল আজহার ইনস্টিটিউট শ্রীমঙ্গলের ভাইস-প্রিন্সিপাল সাংবাদিক ও লেখক এহসান বিন মুজাহির।

কর্মশালায় আলেমদের লেখালেখি বাস্তবতা ও প্রয়োজনীয়তা, লেখালেখির হাতেখড়ি, পথ ও পদ্ধতি, দৈনিক পত্রিকায় লেখালেখি কোথায় কীভাবে, ছড়া, ছন্দ ও কবিতা, প্রবন্ধ-নিবন্ধ, বাংলা বানান-রীতি ও উন্মুক্ত প্রশ্নোত্তর, পুরস্কার বিতরণসহ বিভিন্ন অ্যাজেন্ডা ছিল।

বক্তারা প্রবন্ধ-নিবন্ধ, গল্প, কবিতা, ছড়াসহ বিভিন্ন বিষয়ে কীভাবে লেখালেখি করতে হয়, তার পথ বাতলে দেন।

অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে বক্তব্য রাখেন- মৌলভীবাজার ইসলামি একাডেমির অধ্যক্ষ মাওলানা শামছুজ্জামান চৌধুরী, ঢাকাটাইমস মৌলভীবাজার জেলা প্রতিনিধি মো. মাহবুবুর রহমান রাহেল, মৌলভীবাজার এডুকেশন কেয়ারের পরিচালক এম এফ সাইফুল্লাহ, ইসলামী একাডেমির শিক্ষক কেএম আব্দুল হক, আবাবিল সাংস্কৃতিক ফোরামের পরিচালক শাহ মিসবাহ, ছড়াকার আহমদ বশির, জুবায়ের আহমদ জুবেল প্রমুখ।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :