আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী পোশাক শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৭, ১১:৫৭ | প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০১৭, ১০:৫৫

সাভারের আশুলিয়ায় বাসচাপায় তৈরি পোশাক কারখানার এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে পুলিশ।

শনিবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাজনিন আক্তার ববিতা ঢাকা রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চলের আলফা বিডি লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানার কোয়ালিটি পদে কাজ করতেন। তিনি স্বামী মো. লিখনের সঙ্গে শ্রীপুর এলাকার আমিন মাসুদের বাড়িতে ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি দিনাজপুর জেলার কাহারুল থানার বোয়ালিয়া বাজার গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়ক দিয়ে ওই নারী রাস্তা পারাপার হওয়ার চেষ্টা করছিলেন। এসময় সাভার পরিবহনের যাত্রীবাহী দ্রুত গতির একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :