ব্রহ্মপুত্রে নিখোঁজ কৃষিশ্রমিকের লাশ উদ্ধার

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৫৬

শেরপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদের ডাকপাড়া এলাকায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই কৃষিশ্রমিকের মধ্যে একজনের লাশ ৪০ ঘণ্টা পর ঘটনাস্থলের ছয় কিলোমিটার ভাটিতে উদ্ধার হয়েছে।

শনিবার দুপুরে লাশটি উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

নিহত শহিদুল ইসলাম চরপক্ষীমারী ইউনিয়নের দীঘলদী মোল্লাপাড়া গ্রামের বাহাদুর মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুরে জামালপুরের শরীফপুর এলাকার বার্নারজোর সেতু এলাকায় ব্রহ্মপুত্র নদে ভাসমান অবস্থায় স্থানীয়রা লাশটি উদ্ধার করে। পরে পুলিশে খবর দেয়া হলে নিহতের স্বজনরা এসে লাশ শনাক্ত করেন। তবে আরেক নিখোঁজ ফরিদ মিয়ার কোনো সন্ধান এখনও মেলেনি।

শেরপুর সদর থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান শহীদুলের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় শেরপুর সদরের বেপারীপাড়া এলাকায় কৃষিমজুরির কাজ শেষে বাড়ি ফেরার পথে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনা ঘটে। এসময় অন্যরা তীরে উঠলেও শহিদুল ও ফরিদ মিয়া নিখোঁজ হয়। শুক্রবার দিনভর দমকল বিভাগের ডুবুরিরা ব্রহ্মপুত্র নদে অনুসন্ধান চালিয়ে ব্যর্থ হয়ে উদ্ধার অভিযান স্থগিত করে।

(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :