ঘাটাইলে আমন চারার সংকট

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৩০

চলতি মৌসুমে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় আমন ধানের চারা তীব্র সংকট দেখা দিয়েছে। দুই-একটি হাট-বাজারে আমন ধানের চারা উঠলেও তা চড়া দামে বিক্রি হচ্ছে।

ধানের চারা সংকট থাকায় কৃষকরা পতিত জমিতে সময়মত চারা লাগাতে পারছেন না। ফলে শত শত একর জমি পতিত থাকার আশঙ্কা রয়েছে।

স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, চলতি আমন মৌসুমে এ উপজেলায় ১৬ হাজার ৮২ হেক্টর জমিতে রোপা আমনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়। এর মধ্যে ১৩ হাজার হেক্টরে উফসী এবং ৩ হাজার ৮২ হেক্টর জমিতে স্থানীয় জাতের। তিন ভাগের দুই ভাগ জমিনে আমন চারা লাগানো শেষ হয়। বাকি জমির জন্য বীজতলা থেকে বীজ সংগ্রহ করে কৃষকরা চারা লাগানের প্রস্তুতি শুরু করার সময় বন্যা দেখা দেয়। ফলে চারা নষ্ট হয়ে গেছে।

কৃষি কর্মকর্তা মোহাম্মদ মতিন বিশ্বাস জানান, কৃষকরা যাতে সামনের রবি ফসল ভালভাবে উৎপাদন করতে পারেন- এ ব্যাপারে প্রতিটি ইউনিয়নে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাঠ পর্যায়ে কাজ করার নিদের্শ দেয়া হয়েছে।

তিনি আরো জানান, ইতোমধ্যে ২০১৭-১৮ মৌসুমে কৃষি পুনর্বাসনের আওতায় ৫৫২ জন কৃষকের মধ্যে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :