ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৪৫

ফেনী শহরের পুরাতন পুলিশ কোয়ার্টারে শনিবার বিকালে জাহিদ আহম্মদ ইমন নামে এক যুবককে ডেকে নিয়ে কুপিয়ে জখম করেছে কয়েক যুবক। তার মামাত বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এ হামলা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

আহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে শাহীন একাডেমি সড়ক থেকে কয়েকজন ইমনকে ডেকে নেয়। প্রভাতী কোচিং সেন্টারের সামনে পৌঁছা মাত্র তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে তারা। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। ইমনকে ফেনী আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

জানা গেছে, শুভ নামের এক ‘বখাটে’ শাহীন একাডেমি পড়ুয়া এক শিক্ষার্থীকে ইভটিজিং করে। ইমন ঘটনাটি জেনে শুক্রবার বিকালে শুভকে ফোনে এ ধরনের ঘটনা আর না করতে বলে।

এর প্রেক্ষিতে উপর হামলা চালানো হয় বলে দাবি আহতের স্বজনদের।

ফেনী আধুনিক সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার (ইএমও) ডা. মোজাম্মেল হোসাইন জানান, ইমনের মাথা, কোমরের নিচসহ শরীরের বিভিন্ন স্থানে ১৪টি আঘাতের চিহ্ন রয়েছে। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে চট্টগ্রাম পাঠানো হয়েছে।

ফেনী শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক সুদ্বীপ রায় জানান, তিনি ঘটনাটি শুনেছেন। বিস্তারিত খোঁজখবর নেবেন বলে জানান।

(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :