মুমিনুলের আফসোস

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০১ অক্টোবর ২০১৭, ১০:৫৫ | প্রকাশিত : ০১ অক্টোবর ২০১৭, ১০:২০

‘আমরা যেহেতু প্রায় সবাই থিতু হয়ে আউট হয়েছি, আমার কাছে মনে হয় ৩২০ রান একটু কমই হয়েছে। এটা চারশ, সাড়ে চারশ হতে পারত। যদি রিয়াদ ভাই আউট না হত, আমি আউট না হতাম। যদি কেউ একশ করতে পারতাম, আরও বড় জুটি হত। তাহলে সাড়ে চারশ রান হতে পারত।’ তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে মুমিনুলের কণ্ঠে এমন আফসোসের স্বর।

পচেফস্ট্রুম টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৪৯৬ রান বিপরীতে ৩২০ রান করেছে বাংলাদেশ। টাইগারদের পক্ষে সর্বোচ্চ ৭৭ রান করেন মুমিনুল হক। তাতে গড়লেন নতুন রেকর্ড। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে এর আগে কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস ছিল ৭১ রান। সেটা টপকে গেলেন মুমিনুল। তবু রানের ক্ষুধা মেটেনি মুমিনুলের।

‘প্রথম দিন থেকেই উইকেট খুব ভালো ছিল। অনেকটা আমাদের দেশের উইকেটের মতো। ব্যাটিং করতে খুব ভালো লেগেছে। আমি যেমন আশা করেছিলাম, বলটা তেমন হয়নি। আমি হয়তো একটু বেশি টার্ন আশা করেছিলাম, সে কারণে (শট ঠিক) হয়নি। যদি দ্বিতীয় ইনিংসে সুযোগ পাই এই ভুল উতরানোর চেষ্টা করব।’

আজকের মধ্যে দক্ষিণ আফ্রিকাকে অলআউট করার আশা মুমিনুলের। ‘যদি আমরা কাল (আজ) ভালো বোলিং করি, ওদের অলআউট করতে পারব। ওরা চেষ্টা করবে ভালো ব্যাটিং করার, আমরা চেষ্টা করবো ভালো লাইন-লেংথে বোলিং করে ওদের অলআউট করার।’

উল্লেখ্য, দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৫৪ রান সংগ্রহ করে তৃতীয় দিন শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। আর স্বাগতিকদের লিড গিয়ে দাঁড়াল ২৩০ রানে। ৩৭ রানে হাশিম আমলা এবং ৩ রান নিয়ে রবিবার চতুর্থ দিনের ব্যাটিং শুরু করবেন বাভুমা।

(ঢাকাটাইমস/০১অক্টোবর/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

চিরপ্রতিদ্বন্দ্বী মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ হাতে রেখে ইন্টারের শিরোপা উৎসব

পাকিস্তানি ব্যাটারদের স্ট্রাইকরেটে গুরুত্ব দিতে বললেন শহিদ আফ্রিদি

আজ রাতে হাইভোল্টেজ মিলান ডার্বি, জিতলেই শিরোপা নিশ্চিত ইন্টারের

সবাইকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন অধিনায়ক বাবর আজম

আগামী ২ বছরের জন্য বাংলাদেশের পারফরম্যান্স অ্যানালিস্ট মহসিন শেখ

মিরপুর স্টেডিয়াম ঘুরে দেখলেন আইসিসির প্রতিনিধিদল

হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক আজ, আলোচনা হবে যে ইস্যুতে

কবে ঘোষণা করা হবে আসন্ন জিম্বাবুয়ে সিরিজের দল, জানালো বিসিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :