কাজ করতে এসে নরসিংদীতে ধরা পড়ল রোহিঙ্গা যুবক

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ অক্টোবর ২০১৭, ১৩:১৩

নরসিংদীর এক হোটেলে কাজ করতে এসে চিহ্নিত হয়ে গেল মো. জয়নাল নামে এক মিয়ানমারের নাগরিক। তার পিতার নাম মৃত নূর মোহাম্মদ। তার বাড়ি আরাকানের হক্কডিন্না জেলার তুম্বরঘাটি উপজেলার মুন্সিপাড়া গ্রামে।

রোহিঙ্গা উদ্বাস্তু হিসেবে তিনি মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করে। দীর্ঘদিন শরণার্থী শিবিরে থেকে জীবিকার সন্ধানে নরসিংদীর সদর উপজেলার ভগিরথপুর গ্রামে একটি হোটেলে কাজ নেন। কিন্তু ভাষা এবং চলাফেরা এলাকার লোকজনের সন্দেহ হলে তারা ঘটনাটি মেহেরপাড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুল হাসানকে জানায়। মেহেরপাড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুল হাসান তাকে সেখান থেকে শনিবার বিকালে উদ্ধার করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজার নিকট হস্তান্তর করেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে নরসিংদী জেলা প্রশাসকের নিকট পাঠিয়ে দেন। তিনি তাকে রোহিঙ্গা আশ্রয় শিবিরে পাঠিয়ে দিয়েছেন বলে জানা গেছে।

(ঢাকাটাইমস/১অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :