নড়াইলের লক্ষ্মীপাশায় ১০ হাজার বৃক্ষরোপণ

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ অক্টোবর ২০১৭, ১৪:১৮

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নে ১০ হাজার বিভিন্ন প্রজাতির চারা রোপন করা হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে ইউনিয়নের ঝিকড়া, কুচিয়াবাড়ি, আমাদা, বাঁকা, বয়রা, নওরাসহ বিভিন্ন সড়কের দুই পাশে এ চারা রোপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান কাজী বনি আমিন, ইউপি সচিব রেজাউল করিম, মেম্বার ওমর শেখ, জিরু কাজী, রবিউল ইসলাম, রেজাউল হক, হাদিয়ার মল্লিক, আব্দুল আহাদ প্রমুখ।

লক্ষ্মীপাশা ইউপি চেয়ারম্যান কাজী বনি আমিন বলেন, ফলদ, বনজসহ বিভিন্ন প্রজাতির ১০ হাজার চারা রোপনের পাশাপাশি প্রতিটি চারায় একটি করে বাঁশের খুঁটি দেয়া হয়েছে। যাতে করে চারাগুলো সঠিকভাবে বেড়ে উঠতে পারে। এই চারাগুলো পরিচর্যার জন্য এলাকার বিভিন্ন পেশার মানুষ সম্পৃক্ত আছেন। চারাগুলো বড় হয়ে উঠলে নড়াইলের লক্ষ্মীপাশা ইউনিয়ন সবুজ-শ্যামলে ভরে উঠবে। অর্থনৈতিক দিক থেকেও ভূমিকা রাখবে।

(ঢাকাটাইমস/১অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :