শেরপুরে জাল সার্টিফিকেট তৈরির সরঞ্জামসহ আটক ২

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ অক্টোবর ২০১৭, ২০:০২

শেরপুরে জাল সার্টিফিকেট তৈরির সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

আজ রবিবার বিকালে শহরের খরমপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- আব্দুল জলিল ও আনোয়ার হোসেন। জলিল নালিতাবাড়ী উপজেলার সূর্য্যনগর গ্রামের রইজউদ্দিনের ছেলে ও আনোয়ার সদর উপজেলার পূর্বকুমড়ি গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে।

সদর থানা পুলিশ জানায়, দীর্ঘদিন যাবত জলিল ও আনোয়ার কম্পিউটার ব্যবসার আড়ালে জাল সার্টিফিকেট তৈরি করে আসছিল। আজ বিকালে গোপন খবরের ভিত্তিতে শেরপুর সদর থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এস আই শহীদ ও এসআই শাহীন সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের খরমপুর এলাকায় অভিযান চালায়। এসময় সেখান থেকে জাল সার্টিফিকেট তৈরির সরঞ্জাম হিসাবে ব্যবহƒত কম্পিউটার, স্ক্যানার মেশিন, প্রিন্টার ও বেশকিছু জাল সার্টিফিকেটসহ তাদের আটক করা হয়।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/০১অক্টোবর/প্রতিনিধি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :