‘প্রবীণদের শ্রদ্ধা করলে নবীনরা সম্মান পাবে’

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ অক্টোবর ২০১৭, ২০:২৯

কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস বলেছেন, অহংকার মানুষকে অন্ধ করে দেয়। প্রবীণদেরকে শ্রদ্ধা করতে হবে নবীনদের। তাদের প্রতি শ্রদ্ধাশীল হলে নবীনরাও সম্মানিত হবে।

তিনি বলেন, সমাজের সর্বক্ষেত্রেই বিনাশের উপর লাগাম টেনে ধরতে হবে। নিজের ভোগ এবং সুখের পেছনে ছুটে অগ্রজদের যেন ভুলে না যাই- সে দিকে সবাই খেয়াল রাখবেন।

রবিবার কিশোরগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা সমাজসেবা কার্যালয় ও প্রবীণ হিতৈষ্য সংঘের আয়োজনে দিবসটি উপলক্ষে কালেক্টরেট মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রবীণ হিতৈষী সংঘের জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. মু. মহিউদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন- কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব তরফদার মো. আক্তার জামীল, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ রবিউল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় এবারের মমতাময় হিসেবে মাসুদুল আমীন ও মমতাময়ী হিসেবে হেলেনা আক্তারকে সম্মাননা স্মারক দেয়া হয়।

এর আগে প্রবীণ হিতৈষী সংঘের অফিস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন জায়গা প্রদক্ষিন জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

(ঢাকাটাইমস/১অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :