পুত্র অপহরণের অভিযোগে পিতা গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ অক্টোবর ২০১৭, ২১:১০

পুত্রকে অপহরণ ও গুম করার অভিযোগে পিতা ইঞ্জিনিয়ার এম এ মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার তিন কর্মচারীকেও গ্রেপ্তার করা হয়।

জামালপুর শহরের এস কে ইঞ্জিনিয়ারিংয়ের মালিক ইঞ্জিনিয়ার এম এ মান্নান। তিনি একজন পরিবহন ব্যবসায়ীও।

রবিবার বিকালে শহরের শাহাপুরের এস কে ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান কার্যালয়ে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অপর তিনজন হলেন- ওই প্রতিষ্ঠানের ম্যানেজার শ্যামল দাস, কর্মচারী রাজু আহম্মেদ ও টিপু মিয়া।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিমুল ইসলাম জানান, এম এ মান্নানের পুত্রবধূ সাবিহা বেগম সেতু তার শ্বশুর ইঞ্জিনিয়ার এম এ মান্নানের বিরুদ্ধে স্বামী আবুল হাসেমকে অপহরণ ও গুম করার অভিযোগে মামলা করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযোগে বলা হয়েছে, প্রায় দুই বছর আগে শ্বশুর এম এ মান্নান তার স্বামী মো. আবুল হাসেমকে অপহরণ করে গুম করে রেখেছেন।

(ঢাকাটাইমস/১অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :