পাচারকালে বিপুল পরিমাণ সরকারি কাঠসহ আটক ৩

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ অক্টোবর ২০১৭, ১৯:১৮

ভোলার লালমোহন উপজেলা থেকে পাচারকালে প্রায় ৬শ সেপ্টি সরকারি কেওড়া কাঠবোঝাই একটি কাভার্ডভ্যানসহ তিনজনকে আটক করেছে বন বিভাগ।

আটকরা হলেন- মনপুরা উপজেলার সাকুচিয়া এলাকার কারুজ্জামান ডালিম, কাভার্ডভ্যানের ড্রাইভার চরফ্যাশন উপজেলার চরকলমী এলকার মো. রফিক ও হেলপার একই উপজেলার নজরুল নগর এলকার মো. সোহাগ। এ সময় কাঠবোঝাই (চট্ট-মেট্র-চ ১১-৬৬৪৫ কাভার্ডভ্যানটিকেও জব্দ করা হয়।)

সোমবার সকালে লালমোহন উপজেলার কর্তারহাট বাজার থেকে এদের আটক করা হয়।

লালমোহন বন বিভাগের রেঞ্জ অফিসার মো. আলাউদ্দিন বলেন, গোপন সংবাদে লালমোহনের কর্তারহাট থেকে কাভার্ড ভ্যানবোঝাই ৫৯৬.৪৬ সেপ্টি কেওড়া কাঠবোঝাই একটি কাভার্ড ভ্যানসহ, একজন পাচারকারী, ড্রাইভার ও হেলাপারকে আটক করা হয়েছে।

আটকদের ভোলা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

(ঢাকাটাইমস/২সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :