ফরিদপুরে এক জেলের জরিমানা

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ অক্টোবর ২০১৭, ১৯:৩৪

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে সোমবার বিকালে মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়ে ঢাকা জেলার দোহার বাস্তা গ্রামের বাসিন্দা বিন্দা রাজ বংশী নামে এক জেলেকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে প্রজনন মৌসুমে মা ইলিশ নিধনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জেলের নিকট হতে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সগীর হোসেন।

এ সময় নদীর বিভিন্ন পয়েন্ট হতে ৫০ হাজার টাকা মূল্যের দুই হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ কারেন্ট জাল উপজেলার চরকালিকাপুর ও গোপালপুর ঘাটে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ইউএনও মো. সগীর হোসেন বলেন, পদ্মা নদীতে মা ইলিশ রক্ষা ও অবৈধ কারেন্ট জালের ব্যবহার প্রতিরোধে এ অভিযান চলবে।

(ঢাকাটাইমস/২সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :