পুঁজিবাজারে বিনিয়োগের যথেষ্ট পরিবেশ আছে: মুহিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ২২:০৮ | প্রকাশিত : ০২ অক্টোবর ২০১৭, ২১:০০

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘দেশে এখন বিনিয়োগ করার মতো যথেষ্ট পরিবেশ বিরাজমান। গত কয়েক বছর ধরে আমি বেশ জোরেসোরে বিনিয়োগের জন্য আহ্বান করছি। বিনিয়োগের জন্য দরকার ফ্রেম ওয়ার্ক, সেটা ভালোভাবেই করেছি। এখন বিনিয়োগের পরিবেশ প্রতিষ্ঠিত।’ তবে মন্ত্রী বলেন, বিনিয়োগ করতে হবে লেখাপড়া করে, বুঝেশুনে, চিন্তাভাবনা করে।

সোমবার বিকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০১৭ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘৯০ দশকে দেশে প্রথমবারের মতো বড় ধরনের শেয়ারবাজারে ধস নামে। এরপর আরও একবার ধস নেমেছিল। এর বড় কারণ আমাদের নীতিমালা বেশ দুর্বলতা ছিল। এরপর আইন ও নীতিমালা সংস্কার হয়। মোটামুটিভাবে ২০১৩ সালের আমাদের বেশ ভালো অবস্থানে পৌঁছাই। আমাদের আইন-কানুন বেশ স্বচ্ছ হয়েছে। যারা বিনিয়োগ করতে উৎসাহী তারাও বেশ আগ্রহ দেখাতে শুরু করেছেন। এছাড়া বিনিয়োগকারীদের জন্য প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করি।’

নিজের বিনিয়োগের উদাহরণ তুলে ধরে মুহিত বলেন, ‘১৯৬৪ সালে পাকিস্তান স্টক মার্কেটে আমি ব্যক্তিগতভাবে বিনিয়োগ করি। তখন আমার বিনিয়োগ ছিল ৩৩ হাজার টাকা। তখন আমি ` পুঁজিবাজারে 'ফটকা ব্যবসা' করিনি তাই ভালোই লাভই হতো। কিন্তু দেশ বিভাগের কারণে আমার বিনিয়োগ হারাই। এরপর আমি আর তেমনভাবে বিনিয়োগ করিনি।’

বাংলাদেশে এবারই প্রথমবারের মতো বিনিয়োগ সপ্তাহ উদযাপন করা হলো জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আপনারা বুঝেশুনে বিনিয়োগ করবেন। আশা করি আপনাদের নিজস্ব সম্পদের একটি ভালো ব্যবস্থা করতে সক্ষম হবেন।’

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান ও ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান।

ড. এম খায়রুল হোসেন বলেন, ‘বিনিয়োগকারীরাই হলো পুঁজিবাজারের মূল চালিকাশক্তি। আমরা বিনিয়োগকারীদের সচেতনতার জন্য শিক্ষা কার্যক্রম হাতে নিয়েছি, যা বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে।’

(ঢাকাটাইমস/০২অক্টোবর/জেআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

পুঁজিবাজার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা