প্রত্যক্ষদর্শীদের বয়ানে লাস ভেগাসের সেই ভয়ংকর রাত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ অক্টোবর ২০১৭, ০৮:৫১

গায়ক জেসন অ্যাল্ডিনের গিটারের পিছনে লুকোনো গুলির শব্দে প্রথমে অনেকে ভেবেছিলেন অনুষ্ঠানে বুঝি বাজি ফাটানো হচ্ছে, কিন্তু ভুল ভাঙে কয়েক সেকেন্ডে। গুলির আওয়াজ যেন থামছেই না। চোখের সামনে একে একে ঢলে পড়ছেন শ্রোতারা। লাস ভেগাসে কান্ট্রি মিউজিক ফেস্টিভ্যাল শেষের রাত নিমেষে বদলে গেল কান্না আর আর্ত চিৎকারে। ভিড় ঠেলে প্রাণ বাঁচাতে যে যেদিকে পারছেন, ছুটছেন।

রবিবার রাতে লাস ভেগাস ভিলেজ এরিনার ওই অনুষ্ঠানে মঞ্চের কাছাকাছি ছিলেন র‌্যাচেল ডেকার্ফ। ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন তিনি। র‌্যাচেল বলেন, ‘আমাদের সারি থেকে ছয়টা আসন পরেই মঞ্চ। গানের মধ্যে হঠাৎ ছন্দপতন। মানুষ পাগলের মতো ছুটছে। অন্তত ১০-১৫ মিনিট টানা গুলি চলেছে। কেউ কেউ অনুষ্ঠানের দৃশ্য ক্যামেরাবন্দি করছিলেন। সেই ভিডিও-র মধ্যেই শোনা যায় গুলির শব্দ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ভয়ংকর মুহূর্ত।’

অ্যাল্ডিনের ব্যান্ড কয়েক সেকেন্ডে বুঝে যায়, গণ্ডগোল হচ্ছে। মঞ্চ ছেড়ে দ্রুত সরে যান সবাই। শিল্পী জেসন অ্যাল্ডিন ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আজকের রাতটা ভয়ংকরের চেয়েও বেশি কিছু। জানি না কী বলা উচিত। আমি আর দলের সবাই ঠিক আছি। প্রত্যেকের পাশে আছি। সুন্দর রাতটা এভাবে বিষাদময় হয়ে গেল ভেবে কষ্ট হচ্ছে।’

অনুষ্ঠানে থাকা আর এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘গুলিবৃষ্টির মধ্যে যে যেখানে পেরেছে, আশ্রয় নিয়েছে। হামাগুড়ি দিয়ে আত্মরক্ষার চেষ্টা করেছে অনেকে। আমি আর আমার স্বামী নিজেদের গাড়ির দিকে দৌড়লাম। গিয়ে দেখি প্রাণ বাঁচাতে গাড়ির নিচে লোকজন ঢুকে পড়েছে।’

অবসরপ্রাপ্ত শিক্ষক মাইক ক্রঙ্ক তার বন্ধুর বুকে গুলির তিনটি আঘাত দেখে হতভম্ভ হয়ে যান। কোনওমতে তাকে বাইরে এনে অ্যাম্বুল্যান্সের কাছে পৌঁছন। বন্ধুকে তাতে তুললেও আর এক অপরিচিত প্রাণ হারান ক্রঙ্কের কোলেই। সে অভিজ্ঞতা এখনও তাড়া করছে তাকে।

মৃতদের মধ্যে আছেন ছুটিতে থাকা দুই পুলিশ কর্মকর্তা। সেনা ও পুলিশের বহু পদস্থ কর্মকর্তাই অনুষ্ঠানে ছিলেন। কর্তব্যরত দুই পুলিশ কর্মকর্তা আহত হয়ে হাসপাতালে। পর্যটকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে। হোটেল থেকে ভয়ে বেরোচ্ছেন না কেউ।

লাগ ভেগাসের ম্যাককারান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছনোর কথা ছিল যেসব বিমানের, সেগুলি ঘুরিয়ে দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/৩অক্টোবর/জেএস)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

রাফাহতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী: নেতানিয়াহু

নির্বাচন করার জন্য অর্থ নেই, সরে দাড়ালেন ভারতীয় অর্থমন্ত্রী

সিরিয়ার আলেপ্পোতে ইসরায়েলি হামলায় নিহত ৩৮

দ. আফ্রিকায় বাস খাদে পড়ে নিহত ৪৫, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

এই বিভাগের সব খবর

শিরোনাম :