সিরাজগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে স্কুলছাত্রীসহ নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ অক্টোবর ২০১৭, ১৮:২৫

সিরাজগঞ্জের বেলকুচিতে বাস ও সিএনজির মুখোমুখী সংঘর্ষে স্কুল ছাত্রীসহ দুইজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরো তিনজন।

মঙ্গলবার বিকেলপৌনে চারটার দিকে সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কের তামাই বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন- নিহত বেলকুচি উপজেলার দেলুয়া ঈদগাঁ মাঠ এলাকার আলমগীর হোসেনের ছেলে রাব্বি হোসেন (৪০) ও এনায়েতপুরের স্কুলছাত্রী রিমা খাতুন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে এনায়েতপুর থেকে যাত্রীবাহী একটি বাস টাঙ্গাইল জেলার করোটিয়ায় যাচ্ছিলো।

বাসটি সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কের তামাই বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে কড্ডার মোড় থেকে আসা যাত্রীবাহী একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধে।

এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী রাব্বি নিহত হন। এসময় আহত হন অন্তত চারজন। স্থানীয় আহতদের উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে আনার পর রিমা খাতুনের মৃত্যু হয়।

বেলকুচি থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/০৩অক্টোবর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :