খাগড়াছড়িতে ট্রাকচাপায় ইপিজেড শ্রমিকের মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ অক্টোবর ২০১৭, ২৩:৩৭

খাগড়াছড়িতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারী নিহত হয়েছেন। তার নাম জেসমিন চাকমা (৩২)।

মঙ্গলবার বিকেল ৫টায় খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে এঘটনা ঘটে। নিহত জেসমিন চাকমা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া নুনছড়ি কেতুচন্দ্র পাড়ার স্মৃতি বিকাশ চাকমার স্ত্রী। এ ঘটনায় ঘাতক ট্রাক চালক মো. ফারুককে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ট্রাফিক কনস্টেবল জানান, ওই নারী শাপলা চত্বরে বিকেল ৫টার দিকে সড়ক পার হচ্ছিলেন। এ সময় বাজারগামী একটি ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। ট্রাক চালক পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়।

নিহতের স্বামী স্মৃতি বিকাশ চাকমা জানান, জেসমিন চাকমা ঢাকা ইপিজেডে কাজ করতেন। তিনি মঙ্গলবার বিকেলে ঢাকা থেকে খাগড়াছড়ি এসেছিলেন।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, নিহতের লাশ খাগড়াছড়ি সদর হাসপাতালে রাখা হয়েছে। বিছমিল্লাহ ট্রান্সপোর্টের ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ।

(ঢাকাটাইমস/০৩অক্টোবর/প্রতিনিধি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :