বেনাপোলে সাড়ে ২২ হাজার ডলারসহ হুন্ডি ব্যবসায়ী আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ অক্টোবর ২০১৭, ১৩:৫৬

যশোরের বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে মাহমুদুল হাসান লিটন নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। এসময় তার কাছ থেকে ২২ হাজার ৫শ ডলার জব্দ করা হয়।

বুধবার সকালে তাকে আটক করেন বিজিবি সদস্যরা।

আটক মাহামুদুল হাসান নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার বৈবাটি গ্রামের আব্দুল আজিজের ছেলে।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, আটক মাহমুদুল সকালে ভারত থেকে দেশে ফেরার পথে গোপনে খবর পেয়ে তার দেহ তল্লাশি করে ২২ হাজার ৫০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়। যার বাংলাদেশি সমমানের ১৮ লাখ ৩৩ হাজার ৭৫০ টাকা। আটক লিটনের বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ হয়।

(ঢাকাটাইমস/৪অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :