ঝিনাইদহে আসামিদের হুমকিতে কলেজছাত্র বাড়িছাড়া

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ অক্টোবর ২০১৭, ১৫:২৪

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে টাকা ও মোবাইল ছিনাতাইয়ের ঘটনায় মামলা করে আসামিদের হুমকির মুখে বাড়িছাড়া কলেজছাত্র মানিক হোসেন। প্রাণের ভয়ে বর্তমানে ঢাকায় পালিয়ে রয়েছেন তিনি।

এদিকে মামলার দুই মাস পেরিয়ে গেলেও আসামিরা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। আসামিদের ভয়ে দিন পার করছেন বাদী ও তার পরিবার।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই সন্ধ্যায় খালার বাড়ি উপজেলা গাড়বাড়ীয়া থেকে ১ লাখ টাকা নিয়ে ফিরছিলেন হরিণাকুণ্ড উপজেলার শান্তিপাড়ার কলেজছাত্র মানিক হোসেন। রাত ৯টার দিকে শহরের টাওয়ারপাড়ার আফাজ্জেলের বাড়ির পাশে পৌঁছালে পূর্বশত্রুতার জের ধরে একই এলাকার শহিদুল ইসলাম, সবুজ, মুন্না, উদয়, প্রিন্সসহ কয়েকজন তার গতিরোধ করে। পরে মারধর করে তাকে গুরুতর জখম করে তারা। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে আসামিরা মানিকের কাছে থাকা ১ লাখ টাকা ও ২টি মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনার মানিক সাত জনকে আসামি করে হরিণাকুণ্ডুর আমলি আদালতে মামলা করেন।

ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিউটের কম্পিউটার সায়েন্সের শেষ সেমিস্টারের ছাত্র মানিক বলেন, মামলার পর থেকে আসামিরা গ্রেপ্তার হয়নি। তারা প্রভাবশালী হওয়ায় আমার পরিবারকে হত্যাসহ বিভিন্ন হয়রানিমূলক মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়ার হুমকি দিচ্ছে।

আসামি শহিদুল ইসলাম বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে। আমরা এ ঘটনার সাথে জড়িত নই।

(ঢাকাটাইমস/৪অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :