পাবনায় নৌকাবাইচে লগি-বৈঠা নিয়ে সংঘর্ষ, আহত ২০

নিজস্ব প্রতিবেদক, পাবনা
 | প্রকাশিত : ০৪ অক্টোবর ২০১৭, ১৬:১৭

পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা গ্রামে চিকনাই নদীতে বঙ্গবন্ধু নৌকাবাইচ প্রতিযোগিতায় আয়োজক ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে নৌকাবাইচের বিভিন্ন এলাকার আগত দর্শকসহ আয়োজক ও স্থানীয় জনসাধারণ মিলে অন্তত ২০ জন আহত হয়েছেন। প্রাথমিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। জানা গেছে, উপজেলার মূলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদুল ইসলাম বকুলের উদ্যোগে গত কয়েকদিন ধরে চলমান বঙ্গবন্ধু নৌকা বাইচ টুর্নামেন্টের ১ম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হচ্ছিল। মঙ্গলবার বিকালে নৌকাবাইচ চলার মুহূর্তে নদীর ধারে স্কুলের চালে বসাকে কেন্দ্র করে স্থানীয় কিছু যুবকদের সাথে আয়োজক কমিটির সদস্যদের সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ এক সময়ে ব্যাপক আকার ধারণ করলে মানুষ আতঙ্কিত হয়ে দৌড়ে পালাতে থাকেন। এক পর্যায়ে আয়োজক কমিটির প্রধান চেয়ারম্যান বকুল লাঞ্ছিত হলে সংঘর্ষের মাত্রা আরো বেড়ে যায়। শুরু হয় লগি-বৈঠা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আহসান হাবিব জানান, অপ্রীতিকর ঘটনার পরে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বিষয়টি নিয়ে আমাদের কাছে কেউ এখন পর্যন্ত কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিষয়টি নিয়ে মূলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আয়োজক কমিটির প্রধান রাশেদুল ইসলাম বকুলের সাথে বারবার ফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/৪অক্টোবর/কেবি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :