অবসরে গেলেন সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ অক্টোবর ২০১৭, ১৭:৩৭

অবসরে গেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সচিব) হেদায়েতুল্লাহ আল মামুন। বুধবার থেকে তিনি অবসরে গেলেন।

আজ জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

হেদায়েতুল্লাহ আল মামুন অর্থ বিভাগের সিনিয়র সচিব ছিলেন। অবসরে যাওয়ার একদিন আগে গতকাল মঙ্গলবার তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়। তিনি বাণিজ্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব তমিজুল ইসলাম খান স্বাক্ষরিক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সচিব) হেদায়েতুল্লাহ আল মামুনকে সরকারি কর্মচারী (অবসর) আইন, ১৯৭৪ এর ৪ ধারা অনুযায়ী ৪ অক্টোবর থেকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হল।’

পৃথক আরেক প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব হাসান মারুফকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে বদলির আদেশাধীন সাইদুর রহমানকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব করা হয়েছে।

(ঢাকাটাইমস/৪অক্টোবর/এমএম/এমআর)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :