নড়াইলে ইলিশ শিকার: তিন জেলেকে জরিমানা

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ অক্টোবর ২০১৭, ১৭:৩৭

নিষেধাজ্ঞা অমান্য করে নড়াইলের লোহাগড়া উপজেলার কুমারডাঙ্গা এলাকায় মধুমতি নদীতে ইলিশ মাছ ধরায় তিন জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা পারভীন এ জরিমানা করেন। এ সময় জেলেদের কাছ থেকে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে ফেলা হয়। এছাড়া জব্দকৃত চার কেজি ইলিশ মাছ একটি এতিমখানায় দেয়া হয়েছে।

সাজাপ্রাপ্তরা হলেন-লোহাগড়ার কুমারডাঙ্গা গ্রামের মিরাজ হোসেন (৩৬) এবং ডিগ্রিরচর গ্রামের শাহাদত (৩৭) ও গেদু মিয়া (৩৯)।

লোহাগড়া উপজেলা মৎস্য কর্মকর্তা রণজিৎ কুমার জানান, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে জেলেদের ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ করা হলে আদালত তাদেরকে দুই হাজার টাকা করে তিনজনকে ছয় হাজার টাকা জরিমানা করেন।

(ঢাকাটাইমস/০৪অক্টোবর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :