কালিগঞ্জে একাধিক মামলার আসামি ছাত্রদল নেতা গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ অক্টোবর ২০১৭, ১৭:৪৮

সাতক্ষীরার কালীগঞ্জে একাধিক নাশকতা মামলার আসামি ছাত্রদল নেতা কাজী রাব্বী হোসেনকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার গভীর রাতে কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামে তার তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাব্বী ওই গ্রামের কাজী রাইসুল ইসলামের ছেলে।

জানা যায়, কাজী রাব্বী হোসেন (৩৫) কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি জামায়াতের নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল রায় ঘোষণার পর চার দলীয় জোটের নেতা কর্মীরা সাতক্ষীরাসহ দেশ জুড়ে নাশকতা শুরু করে। কালিগঞ্জের কাজী রাব্বীও নাশকতা সৃষ্টিকারিদের সঙ্গে অংশ নেয়। এ ছাড়া তার বিরুদ্ধে মৌতলা দক্ষিণ বিলের চিংড়ি ঘেরে মালিকদের জিম্মি করে ব্যাপক চাঁদাবাজি ও ছাত্রলীগ নেতা অনীক মেহেদীকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ রয়েছে।

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক রোকনুজ্জামান জানান, গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার রাত ১২টার দিকে কাজী রাব্বিকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার দেহ তল্লাশি করে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ঘেরে নাশকতা, চাঁদাবাজি, ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা ও মাদক পাচারসহ পাঁচটি মামলা রয়েছে।

এ ঘটনায় তিনি বাদী হয়ে বুধবার সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

(ঢাকাটাইমস/০৪অক্টোবর/প্রতিনিধি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :