মুন্সীগঞ্জে চিংড়িতে জেলি, দুই ব্যবসায়ীকে জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ অক্টোবর ২০১৭, ১৮:২১

মুন্সীগঞ্জ সদরের রিকাবীবাজার এলাকার মৎস্য আড়ৎ বাজার এলাকায় অভিযান চালিয়ে ক্ষতিকর জেলি মিশ্রিত পাঁচ কেজি চিংড়ি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় এসব চিংড়ি বিক্রির দায়ে দুই মাছ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার দুপুর দুইটার দিকে প্রায় ঘণ্টাব্যাপী উপজেলা নির্বাহি কর্মকর্তা সুরাইয়া জাহানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া জাহান জানান, রিকাবীবাজার এলাকার মৎস্য আড়তে অভিযান পরিচালনা করা হয়। এসময় ক্ষতিকারক জেলি মিশ্রিত ৫ কেজি চিংড়ি জব্দ করা হয়। পাশাপাশি মাছ ও মাছজাত দ্রব্য পরিদর্শন এবং মান নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮৩ আইন অনুযায়ী দুই জনকে ১০ হাজার জরিমানা করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত ৫ কেজি জেলি মিশ্রিত চিংড়ি জব্দ ও ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

(ঢাকাটাইমস/০৪অক্টোবর/প্রতিনিধি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :