ভারতে কারাভাগের পর দেশে ফিরল বাংলাদেশি যুবক

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ অক্টোবর ২০১৭, ১৯:৪২

দীর্ঘ প্রায় দুই বছর ভারতে কারাভোগের পর চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে দেশে ফিরেছে বাংলাদেশি যুবক আবদুল্লাহ আল মামুন ওরফে পাভেল।

বুধবার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর তাকে হস্তান্তর করা হয়।

ফেরত আসা আব্দুল্লাহ আল মামুন মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বীর তারা গ্রামের শাহাজান আলীর ছেলে।

দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ শেখ মাহবুবুর রহমান জানান, ২০১৫ সালের ২৬ অক্টোবর দিনাজপুর জেলার হিলি সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে আব্দুল্লাহ আল মামুন ভারতে অনুপ্রবেশ করে। এরপর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে আটক করে।

দীর্ঘ প্রায় দুই বছর ভারতের কলকাতা কারাগারে কারাভোগের পর বুধবার দুপুরে বিএসএফ পতাকা বৈঠকের পর ওই বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে ফেরত দেয়।

পতাকা বৈঠকের সময় উপস্থিত ছিলেন দর্শনা নিমতলা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মখলেসুর রহমান, দর্শনা চেকপোস্ট ইমিগ্রেশন ইনচার্জ শেখ মাহবুবুর রহমান, দামুড়হুদা থানার উপ-পরিদর্শক মনির হোসেন এবং ভারতের পক্ষে গেদে বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইনসপেক্টর অজয় কুমার, ইমিগ্রেশন কর্মকর্তা তরুণ সরকার ও এসআই স্বপন কুমার প্রমুখ।

(ঢাকাটাইমস/৪অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :