হানিফ ফ্লাইওভারে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ অক্টোবর ২০১৭, ২২:২৩ | প্রকাশিত : ০৪ অক্টোবর ২০১৭, ২২:০০
ফাইল ছবি

মেয়র হানিফ ফ্লাইওভারের যাত্রাবাড়ী অংশে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ফ্লাইওভার ও নিচের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ফ্লাইওভারে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

তবে আগুন নিভিয়ে বাসটি সরিয়ে নেয়ার পর সোয়া ১০টার দিকে আবার যান চলাচল শুরু হয়।

এর আগে সামীর রহমান নামের একজন প্রত্যক্ষদর্শী রাত সাড়ে নয়টার দিকে ঢাকাটাইমসকে জানান, যাত্রাবাড়ীর মোড়ের ওপরে ফ্লাইওভারে হঠাৎ করে একটি বাসে আগুন ধরে যায়। এরপর যান চলাচল বন্ধ হযে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত সোয়া নয়টার পর ওই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার আতাউর রহমান রাত সোয়া ১০টার দিকে ঢাকাটাইমসকে জানান, রাত নয়টা ২২ মিনিটের দিকে বাসটিতে আগুন লাগে। খবর পেয়ে তাদের অগ্নিনির্বাপন গাড়ি গিয়ে আগুন নেভায়। এরপর গাড়িটি সরিয়ে নিলে আবার যান চলাচল শুরু হয়।

(ঢাকাটাইমস/৪অক্টোবর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :