ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে স্ট্যাটাস, মাদ্রাসাশিক্ষক কারাগরে

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ অক্টোবর ২০১৭, ১৫:৫৩

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার অভিযোগে লক্ষ্মীপুরের রামগঞ্জে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় মাদ্রাসার কম্পিউটার শিক্ষক মাহামুদুল হাসান মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

সকালে রামগঞ্জ থানার এসআই মো. ইউসুফ হোসেন বাদী হয়ে এ মামলা করেন।

এর আগে বুধবার বিকালে পতেহপুর জামিউল উলুম ফাজিল মাদ্রাসা থেকে ওই শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে ছাত্রলীগ।

পুলিশ জানায়, মামুন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিমূলক একটি পোস্ট দেয়। তা ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে তাকে মাদ্রাসা থেকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মামুনকে আটক করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা পাওয়ায় বৃহস্পতিবার সকালে পুলিশ বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে মামলা করে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোতা মিয়া জানান, ঘটনার সত্যতা পাওয়া মামুনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করা হয়েছে। পরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

(ঢাকাটাইমস/৫অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :