রাজশাহীতে শিক্ষকদের মানববন্ধন

রাজশাহী ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ অক্টোবর ২০১৭, ১৭:০০

বিশ্ব শিক্ষক দিবস-২০১৭ উপলক্ষে রাজশাহী মহানগরীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। বৃহস্পতিবার সকালে নগরীর আলুপট্টি মোড়ে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘শিক্ষণে স্বাধীনতা, শিক্ষকের ক্ষমতায়ন’ স্লোগানে মানববন্ধন থেকে ১৯৬৬ সালে ইউনেস্কো ও আন্তর্জাতিক শ্রম সংস্থার শিক্ষকদের মর্যাদা সংক্রান্ত সুপারিশের পূর্ণ বাস্তবায়ন দাবি করা হয়। জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা মানববন্ধনে সভাপতিত্ব করেন।

প্রায় ঘণ্টাব্যাপী ওই মানববন্ধনে বক্তব্য দেন ফ্রন্টের জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ বাবু রাজকুমার সরকার, অধ্যক্ষ আব্দুল বারী, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ আমিনুর রহমান, অধ্যক্ষ আলমগীর মো. আব্দুল মালেক প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশের শিক্ষকরা এখনও অবহেলিত। তাই তারা ইউনেস্কো ও আন্তর্জাতিক শ্রম সংস্থার শিক্ষকদের মর্যাদা সংক্রান্ত সুপারিশের পূর্ণ বাস্তবায়ন দাবি করেন। পাশাপাশি তারা বেসরকারি শিক্ষকদের পদোন্নতি, টাইম স্কেল, পূর্ণাঙ্গ পেনশন, এমপিও বঞ্চিত শিক্ষকদের এমপিও প্রদানসহ নানা দাবি তুলে ধরেন।

(ঢাকাটাইমস/০৫অক্টোবর/আরআর/ ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :