আখাউড়ায় অজ্ঞানপার্টির ‘হোতা’ আটক

আখাউড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ অক্টোবর ২০১৭, ১৭:১২

বাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞানপার্টির এক নেতাকে আটক করেছে পুলিশ। তার নাম সফিকুল ইসলাম ওরূফে সফিক্কা (৪৫)। পুলিশ বলছে আটক সফিকুল অজ্ঞানপার্টি দলের মূল হোতা।

বৃহস্পতিবার সকালে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ তাকে আটক করে। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বড়হীদ গ্রামের বজলু মিয়ার ছেলে এবং আখাউড়ায় বাসা ভাড়া নিয়ে বসবাস করত।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সাত্তার ঢাকাটাইমসকে জানান, পূর্বাঞ্চল রেলপথে চলাচলকারী আন্তঃনগর, মেইল ও লোকাল ট্রেনের বিভিন্ন যাত্রীকে অজ্ঞান করে সর্বস্ব লুট করে কৌশলে পালিয়ে যেত সফিক্কা। তার নেতৃত্বে একাধিক সহযোগী গ্রুপ ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-ঢাকা এবং সিলেট-চট্টগ্রাম রেলপথের বিভিন্ন যাত্রীবাহী ট্রেনে এ অপকর্ম করে। তাকে আটকের কারণে এ পথে অনেক অপরাধ কমে আসবে বলে ওসির ধারণা। এছাড়াও তার গ্রুপের অনেক তথ্য জানাযাবে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/০৫অক্টোবর/প্রতিনিধি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :