লালমনিরহাটে সাবেক ছিটমহলবাসীর শুমারি শুরু

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ অক্টোবর ২০১৭, ১৭:১৬

পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতায় পরিসংখ্যান ব্যুরোর তত্ত্বাবধানে বৃহস্পতিবার থেকে পূর্বতন ছিটমহলবাসীর অধিবাসী শুমারি,১৭ শুরু হয়েছে।

সকালে জেলার ভেতরকুটি বাঁশপচাই পূর্বতন ছিটমহলে অধিবাসী শুমারি কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর বিভাগের পরিসংখ্যান ব্যুরোর যুগ্ম পরিচালক শফিকুল ইসলাম। এ সময় জেলা পরিসংখ্যান ব্যুরোর উপ-পরিচালক এমরান হোসেন প্রধানের সভাপতিত্বে বক্তব্য দেন- পরিসংখ্যান ব্যুরো সদর উপজেলা অফিসার আবু নাঈম মোহাম্মদ মাহমুদুল করিম, বীর মুক্তিযোদ্ধা এস.এম শফিকুল ইসলাম, ছিটমহলবাসীর পক্ষে হারুন অর রশিদ প্রমুখ।

জেলার তিন উপজেলার ৫৯টি পূর্বতন ছিটমহলে এ অধিবাসী শুমারি অনুষ্ঠিত হবে। শুমারি সম্পন্ন হলে পূর্বতন ছিটমহলবাসীদের জনসংখ্যা, আর্থসামাজিক ও ডেমোগ্রাফিক তথ্যাদি সম্বলিত ডাটাবেইজ প্রস্তুত করা সম্ভব হবে।

প্রসঙ্গত, একইভাবে লালমনিরহাট জেলাসহ দেশের চার জেলার ১৫৯টি পূর্বতন ছিটমহলেও অধিবাসী শুমারি কার্যক্রম শুরু হয়েছে।

(ঢাকাটাইমস/৫অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :