লালমনিরহাটে গুলিবোঝাই বাক্স উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ অক্টোবর ২০১৭, ১৮:৪০

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ধরলা নদী থেকে বাক্সবোঝাই গুলি উদ্ধার করেছে পুলিশ। এগুলোর মধ্যে রয়েছে থ্রি নট থ্রি রাইফেলের ৫২টি প্যাকেটে ৫৬৮ রাউন্ড গুলি।

বৃহস্পতিবার বিকালে এই বাক্সটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধরলা নদীর পাশে তাবলীগুল ইসলাম কওমি হাফিজি মাদ্রাসার দুই ছাত্র গোসল করতে নদীতে নামলে ভারি একটি বাক্সের সন্ধান পায়। পরে মাদ্রাসার মাঠে বাক্সটিতে খুলে গুলিবোঝাই প্যাকেট দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ৫২টি প্যাকেটে ৫৬৮ রাউন্ড গুলিসহ ওই বাক্সটি থানায় নিয়ে আসে।

পাটগ্রাম পৌর মেয়র শমসের আলী জানান, উদ্ধার গুলিসমূহ স্বাধীনতাযুদ্ধে ব্যবহৃত পরিত্যক্ত গুলি। এর আগেও একই নদী এলাকা থেকে রাইফেল ও গুলি পাওয়া গিয়েছিল।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অবিন শংকর কর গুলি উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, নদী এলাকায় স্থানীয় লোকজন নামিয়ে দিয়ে আরও কোনো গুলি বা অস্ত্র আছে কী না তা খুঁজে দেখা হচ্ছে। এছাড়া ডুবুরিকে খবর দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/৫অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :