জামালপুরে মুক্তিযোদ্ধা পরিবারকে উচ্ছেদের হুমকির অভিযোগ

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ অক্টোবর ২০১৭, ১৯:০২

জামালপুর শহরের বানিয়াবাজারে এক মুক্তিযোদ্ধা পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদ ও হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকালে আমরা জামালপুর জেলা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের সভাপতি শাহাজাদা আকন্দ জামালপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, পৌরসভার ড্রেনের পানি নিস্কাশনের ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী আব্দুল্লাহ মামুন ওরফে ছোট মামুনের স্ত্রী নাছিমা বেগম ও তার ছেলে রাজনের সাথে বিরোধ হয়। এই ঘটনার জের ধরে ২ অক্টোবর রাজন তার লোকজন নিয়ে মরহুম বীর মুক্তিযোদ্ধা সিরাজুর হক আকন্দ পরিবারের উপর সশস্ত্র হামলা চালিয়ে মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের সভাপতি শাহাজাদা আকন্দ, তার মা সাকেলা বেগম ও পরিবারের লোকজনকে আহত করে।

এ ঘটনায় শাহাজাদা আকন্দ ওই দিনই জামালপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এতে ক্ষিপ্ত হয়ে রাজন তার লোকজন নিয়ে রাতে একটি হোটেলে অবস্থানের সময় তাকে জিডি উঠানোর জন্য হুমকি দেয়। জিডি না উঠালে তাদের বাড়ি থেকে উচ্ছেদ ও প্রাণনাশের হুমকি দেয়া হয়।

এই হুমকির ঘটনায় স্থানীয় প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েছে এই মুক্তিযোদ্ধা পরিবার।

(ঢাকাটাইমস/৫অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :