গোপালগঞ্জে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকাবাইচ শুরু

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ অক্টোবর ২০১৭, ১৭:২৩

গোপালগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী দুই শতাধিক বছরের পুরানো ঐতিহ্যবাহী নৌকাবাইচ। শুক্রবার বিকাল থেকে জেলার কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়নের কালীগঞ্জ বাজারের সামনে বাঘিয়ার বিলের বাবুর খালে এই বাইচ শুরু হয়।

প্রতিদিন বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে এই নৌকাবাইচ। চলবে রবিবার পর্যন্ত।

প্রতি বছরের ধারাবাহিকতায় এবারো লক্ষ্মীপূজা উপলক্ষে কালিগঞ্জের বাঘিয়ার এ নৌকাবাইচ শুরু হয়েছে। এটি বাঘিয়ার নৌকাবাইচ নামেই পরিচিত। বাইচ দেখতে খালের দুপাড়ে অসংখ্য মানুষ নৌকা বা ট্রলারে করে নৌকাবাইচ উপভোগ করেন। বাইচ উপলক্ষে কালীগঞ্জ বাজার এলাকায় দূর-দূরান্ত থেকে নারী-শিশুসহ বিভিন্ন শ্রেণি পেশার লাখো মানুষ জমায়েত হয়।

প্রাচীন বাংলার লালিত প্রায় দুই শতাধিক বছরের পুরানো এ নৌকাবাইচে অংশ নিচ্ছে গোপালগঞ্জসহ মাদারীপুর, শরীয়তপুর, বাগেরহাট, বরিশাল, নড়াইল থেকে আসা সরেঙ্গা, ছিপ, কোষা ও বাছারিসহ প্রায় অর্ধশত নৌকা।

নৌকাবাইচ উপলক্ষে বাবুর খালের দুই পাড়ে বসেছে মেলা। মাটির খেলা, আসবাবপত্র, বাঁশ ও বেতের সরঞ্জাম, গহনার দোকানসহ বিভিন্ন দোকান বসেছে। মেলার মিষ্টিপান, জিলাপি, মিষ্টিমন্ডা, চানাচুর কিনতে কেউই ভুল করছে না। দূর-দূরান্ত থেকে উপভোগ করতে আসা দর্শকেরা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিচ্ছেন এ মেলা থেকে।

এ নৌকাবাইচকে কেন্দ্র করে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রয়োজনীয়সংখ্যক পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে।

সংশ্লিষ্ট কলাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মাইকেল ওঝা জানান, এই নৌকাবাইচের বয়স প্রায় আড়াইশ বছর আগের থেকে। পুরানো এই বিনোদনকে বাঁচিয়ে রাখতে প্রতিবছর লক্ষীপূজার পরের দিন থেকে এই বাইচ শুরু হয়।

(ঢাকাটাইমস/৬অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :